ভারত সফরের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার দেওয়া হয়েছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
স্থানীয় সময় সকাল ৯টার পর গার্ড অব অনার দেওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। খবর নিউজবাংলার।
এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে গেলে তাঁকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সময় দুই সরকারপ্রধান করমর্দন করেন।
পরে মাননীয় প্রধানমন্ত্রী লালগালিচায় হেঁটে মঞ্চে ওঠেন। সে সময় ভারতীয় সামরিক বাহিনীর চৌকস দল মাননীয় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়।
মাননীয় প্রধানমন্ত্রী গালগালিচা ধরে কিছুক্ষণ হাঁটেন। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁর মন্ত্রিসভার সদস্যদের নরেন্দ্র মোদির সঙ্গে পরিচয় করিয়ে দেন।