ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়কে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এ নিয়োগ ৯ নভেম্বর থেকে কার্যকর হবে। খবর বাসসের।
এক টুইটবার্তায় বিষয়টি জানিয়েছেন ভারতের আইনমন্ত্রী কিরেন রিজিজু।
রিজিজু টুইটারে লিখেছেন, ‘ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারক বিচারপতি ড. ডি ওয়াই চন্দ্রচূড়কে ৯ নভেম্বর থেকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।’