চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন ভাই ভাই হোটেলের বিপরীতে রাস্তার পাশ থেকে রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম অকিবুল ইসলাম ওরফে রকিবুল ইসলাম। তাঁর বাড়ি দর্শনার সুলতানপুর গোরস্থানপাড়া এলাকায়।
রকিবুলের নামে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।