পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা মদ। ছবি : বাংলাদেশ পুলিশ

ময়মনসিংহের হালুয়াঘাট থানা-পুলিশের অভিযানে ৩২ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) হালুয়াঘাট থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকার বিভাস সরকার (৩৫) ও দীপ চন্দ্র দাস (২৩)।

হালুয়াঘাট থানা-পুলিশ জানায়, সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।