কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাচারকালে তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নগরীর কোতোয়ালি থানাধীন আম্বরখানা-মদিনা মার্কেট সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন জেলার জৈন্তাপুর এলাকার শিপুল বিশ্বাস (২৪) এবং কোম্পানিগঞ্জ এলাকার মো. দেলোয়ার হোসেন ওরফে দিলু (৩০) ও মো. রুকসান মিয়া (২৬)।
এসএমপি ডিবি জানায়, আসামিদের কাছ থেকে ৫৬০ প্যাকেট ভারতীয় পাপড় ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।