পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা চিনি। ছবি : বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা-পুলিশের অভিযানে ৮৭ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে দোয়ারাবাজার থানাধীন বালিছড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. রফিকুল ইসলাম (৪০) ও তাঁর ছেলে আল আমিন (১৯)।

দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক মিঠু জানান, গোপন তথ্যের ভিত্তিতে আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ৩৫০ কেজি চিনিসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া দক্ষিণ ক্যাম্পেরঘাট গ্রাম থেকে আরও ২ হাজার কেজি চিনি জব্দ করা হয়। এসব চিনির আনুমানিক দাম ৪ লাখ টাকা।

তিনি আরও জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।