সিলেটের গোয়াইনঘাট থানা-পুলিশের অভিযানে ৩৮৭ বস্তা ভারতীয় চিনিসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৪ জুলাই) রাতে গোয়াইনঘাট থানাধীন পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি আমান উল্লাহর (২২) বাড়ি গোয়াইনঘাট থানাধীন পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর গ্রামে।
গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান জানান, আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।