পিকআপ ভ্যানে ভারতীয় গরু পাচারকালে তিনজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশ। এ সময় ৯টি গরু উদ্ধার করা হয়।
রোববার (১৬ জুলাই) চৌদ্দগ্রাম থানাধীন কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন শরিফ হোসেন (৩০), ইকবাল হোসেন (২৬) ও মো. মনিরুল ইসলাম (৩৫)।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কাইয়ুম হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।