ভারতের মাটিতে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।
রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিন্স।
শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। ১১ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে রোহিতরা। এরপর কোহলি ও রাহুল প্রতিরোধের ইঙ্গিত দেন। দুজনে মিলে ৬৭ রানের জুটি গড়েন।
কিন্তু কোহলি ৫৪ রান করে বিদায় নিলে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। লোকেশ রাহুলের ৬৬ রানে ভর করে ৫০ ওভারে ২৪০ রানে অলআউট হয় স্বাগতিকেরা।
জবাবে ৭ ওভারে তিন উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপর ট্রাভিস হেড ও মারনাশ লাবুশেন ১৯২ রানের জুটি গড়ে ভারতকে ছিটকে দেন।
ট্রাভিস হেড ১২০ বলে ১৩৭ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন।