ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির ৫ ঘণ্টার মধ্যে সদর মডেল থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উদ্ধার করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালের গাইনি বিভাগ থেকে নবজাতক চুরি হয়।
তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে নবজাতককে উদ্ধার করা হয়। ওই সময় আসামিকে গ্রেপ্তার করে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। নবজাতককে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়াসহ আসামির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।