জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

শুক্রবার (১১ আগস্ট) মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যানের একতা হাউজিং এলাকা থেকে আসামি মো. রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাঁজাসহ রবিউলকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে এসব গাঁজা এনে রাজধানীতে বিক্রির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামি। মোহাম্মদপুর থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।