ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা-পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। কসবা থানা এলাকা থেকে ১৯ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনের নাম রাকিব (২২) ও আলমগির হোসেন অপু (৩৫)।
কসবা থানার অফিসার ইনচার্জ জানান, থানা-পুলিশের একটি দল ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সোয়া ৭টার দিকে কসবা থানার বিনাউটি ইউনিয়নের মনিচং এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবাসহ রাকিব ও আলমগিরকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কসবা থানায় মামলা হয়েছে।