কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১২ জুন) ব্রাহ্মণপাড়া থানাধীন বিভিন্ন এলাকা থেকে আসামি মাহবুব আলম (৫০) ও মেহেদী হাছান রানাকে (২৬) গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।