ব্রাজিলে ভারী বর্ষণের কারণে ভূমিধস ও বন্যায় সাত শিশুসহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। সাও পাওলো অঙ্গরাজ্যে স্থানীয় সময় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ভারী বর্ষণ হয়। খবর এএফপির।
সাও পাওলোর ১০টি শহর ও ৬৪৫টি মিউনিসিপ্যালিটি ক্ষতির মুখে পড়েছে। এসব এলাকায় ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা করেছেন অঙ্গরাজ্যের গভর্নর জোয়াও দোরিয়া।
অঙ্গরাজ্য সরকার জানায়, নিহতদের মধ্যে সাত শিশু রয়েছে। তিন দিনের বৃষ্টিপাতে গৃহহীন হয়েছে প্রায় ৫০০ মানুষ।