বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সঙ্গে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। দলের এমন ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন কোচ তিতে।
শুক্রবার (৯ ডিসেম্বর) দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর পদত্যাগ করেন তিনি। তবে পদত্যাগের এই সিদ্ধাত আগেই নিয়েছিলেন বলে দাবি করেন তিতে।
তিতে বললেন, ‘এই ধরনের পরাজয় সত্যিই হতাশার। কিন্তু আমি শান্তির সঙ্গেই বিদায় নিচ্ছি। আমার সময় শেষ হয়ে গেছে। দেড় বছর আগেই আমি এই ঘোষণা দিয়েছিলাম। এখানে জেতার পর নিজের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো ইচ্ছা আমার ছিল না। যারা আমাকে চেনে, তারা সবাই আমার এই সিদ্ধান্ত সম্পর্কে জানে।’
তিতে বলেন, ‘এই সময়ের মধ্যে আমি যতটুকু সম্ভব ভালো কিছু করার চেষ্টা করেছি। এই মুহূর্তে সব কিছু পর্যালোচনা করার পর্যায়ে আমি নেই। কিন্তু সময় যত যাবে আমার কাজের মূল্যায়ন ঠিকই হবে। বিদায় বেলায় এভাবে বলাটা কঠিন।’
মারকুইনহোসের পরিবর্তে চতুর্থ পেনাল্টি নিতে নেইমার কেন যাননি, এমন প্রশ্নের উত্তরে তিতে বলেন, ‘কারণ শেষ শটটি নেওয়ার কথা ছিল নেইমারের। চাপের মুহূর্তে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ের ওপর সব চাপ থাকে।’