বাংলাদেশ ব্যাংক ভবন ও লোগো। ছবি: বাসস

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিতে ব্যাংকগুলোকে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিতে সোমবার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক ২০১৫ সালের জুলাইয়ে জারি করা সার্কুলার মেনে চলতে ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়, ব্যাংক, শাখা ও উপশাখার ঢোকার পথ, ভেতর ও চারদিক সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখতে হবে।
এতে বলা হয়, ‘এসব স্থানে স্থাপিত/স্থাপিতব্য সিসিটিভি/আইপি ক্যামেরা/স্পাই ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ প্রয়োজনে পুলিশ সদস্যরা যাতে পেতে পারেন, সে ব্যবস্থা ব্যাংককে গ্রহণ করতে হবে।’
এর আগে বাংলাদেশ ব্যাংক ২০১৫ সালের জুলাইয়ে যে সার্কুলার জারি করেছিল, তাতে বলা হয়েছিল, ব্যাংক শাখার প্রবেশপথে, শাখার অভ্যন্তরে, শাখার বাইরে চতুর্দিকে এবং সব ধরনের আইটি রুমে প্রয়োজনীয় সিসিটিভি/আইপি ক্যামেরা/স্পাই ক্যামেরা স্থাপন করতে হবে।