পুলিশি হেফাজতে আসামি এবং উদ্ধার করা টাকা। ছবি : বাংলাদেশ পুলিশ

এক আবাসন ব্যবসায়ীর চুরি যাওয়া ২৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা-পুলিশ। এ ঘটনায় ওই ব্যবসায়ীর গাড়িচালকের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর ২০২৪) ভোরের দিকে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে আসামি মো. মাসুদ হাওলাদার ওরফে মাসুমকে (২৬) গ্রেপ্তার করা হয়।

শাহবাগ থানা-পুলিশ জানায়, ভুক্তভোগী স্বপন সাহা একজন আবাসন ব্যবসায়ী। গত ২১ নভেম্বর সকালে ব্যক্তিগত গাড়ি ও চালককে সঙ্গে নিয়ে প্রথমে মতিঝিলের একটি ব্যাংক থেকে ২০ লাখ টাকা এবং পরে গুলশানের একটি ব্যাংক থেকে ৫ লাখ টাকা তুলে বাসার উদ্দেশে রওনা দেন। পথে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা দেন স্বপন। বিকেল সাড়ে ৩টার দিকে বাসায় পৌঁছান তিনি। চালককে খেতে পাঠিয়ে ওই ২৪ লাখ টাকা একটি ব্যাগে গাড়িতে রেখে বাসায় চলে যান তিনি। কিছুক্ষণ পর চালককে গ্যারেজে আসতে বলেন স্বপন। বিকেল সোয়া ৪টার দিকে গ্যারেজে এসে দেখেন গাড়িতে টাকা নেই। তখন নিরাপত্তাকর্মী জানান, চালক একটি ব্যাগ নিয়ে চলে গেছেন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেন ভুক্তভোগী।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গাড়িচালকের অবস্থান শনাক্ত করা হয়। এরপর চট্টগ্রাম ডিবি পুলিশের সহায়তায় চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকার একটি বাসা থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকাসহ গাড়িচালকের সহযোগী মাসুমকে গ্রেপ্তার করা হয়। তবে গাড়িচালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।