রাজধানীর খিলগাঁওয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গোডাউনে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা-পুলিশ। লুণ্ঠিত মোটরসাইকেল ও সিপিইউ উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে খিলগাঁও থানাধীন মেরাদিয়া নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. রাসেল (৪৫), মো. মীর হোসেন (২৪) ও মো. আবুল হাসান (২২)।
খিলগাঁও থানা-পুলিশ জানায়, গত ৯ অক্টোবর রাতে রাজধানীর খিলগাঁওয়ের কনস্ট্রাকশন সল্যুশনস নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে ঢুকে লুটপাট করেন আসামি রাসেল ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে প্রতিষ্ঠানের কর্মচারীদের কন্টেইনারের ভেতর আটকে রেখে গোডাউনে থাকা ৩ লাখ ৮০ হাজার টাকা লুট করেন। এ ছাড়া গোডাউনে থাকা প্রায় ৩৩ লাখ টাকার মালপত্র, মোটরসাইকেল ও ১৫টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।
খিলগাঁও থানা-পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করা হয়। এরপর গত মঙ্গলবার রাতে খিলগাঁও থানাধীন মেরাদিয়া নয়াপাড়া এলাকা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।