পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর চানখারপুল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. রাকিব হাওলাদারকে হত্যার অভিযোগে করা মামলায় চকবাজার থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম ওরফে রাডো সিরাজকে (৭৩) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে চকবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চকবাজার থানা-পুলিশ।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, গত ৫ আগস্ট সকালে চানখারপুল মোড়ে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন প্লাস্টিক কারখানার শ্রমিক মো. রাকিব হাওলাদার। ওই সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে গুলিবিদ্ধ হন রাকিব। তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর রাকিবের বাবা চকবাজার থানায় মামলা করেন।

তিনি জানান, তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মো. সিরাজুল ইসলাম ওরফে রাডো সিরাজকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।