রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ইমন হোসেন আকাশকে হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা-পুলিশ।
গত শনিবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দ্বীন ইসলাম এবং ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন জনি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গত ৪ আগস্ট বিকেলে মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন ইমন। এ সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে গুলিবিদ্ধ হয়ে ইমন গুরুতর আহত হন। নিকটস্থ ডা. আজমল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইমনের মা গত ২৭ আগস্ট পল্লবী থানায় মামলা করেন।
ওসি জানান, তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ইমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দ্বীন ইসলাম ও আকবরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৩ অক্টোবর ইমন হত্যা মামলার আরেক আসামি পল্লবী থানা যুবলীগের আইনবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করে পল্লবী থানা-পুলিশ।