যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুলিশ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল, ২৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে আজ ১ এপ্রিল বেনাপোল পোর্ট থানা-পুলিশের একটি টিম মাদকবিরোধী অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫০ বোতল ফেনসিডিল ২৫০ গ্রাম গাঁজাসহ মো. ফারুক হোসেন (৪০) ও মো. মোমিনুর রহমান (২১) নামের দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে।