বেনাপোল পোর্ট থানার অভিযানে গ্রেপ্তার ১১ মামলার আসামি ( মাঝে)

যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ আজ শনিবার দুপুরে এক মাদকবিরোধী অভিযানে ঝিকরগাছা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও ১১ মামলার আসামি মো. সাগরকে (২৭) ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করেছে।

যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএমের নির্দেশক্রমে মাদক ও চোরাচালানমুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও কামাল হোসেন ভূঁইয়া অফিসার ইনচার্জ, বেনাপোল পোর্ট থানার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. রোকনুজ্জামান, এসআই মাসুম বিল্লাহ, এএসআই সাজেদুর রহমান বেনাপোল পোর্ট থানা, যশোর সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে আজ বেলা পৌনে ২টায় বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামের মো. বাবুর বসতবাড়ির সামনে বাঁশবাগানের সামনে থেকে মো. সাগরকে (২৭) গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা করা হয়েছে।