যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে।
আজ রোববার সকাল সাড়ে ৭টায় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামে আসামি মো. ওমর ফারুকের (৩৭) বসতবাড়ি থেকে ৩৫ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা হয়েছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। আসামিকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।