বেনাপোল পোর্ট থানা-পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২৬ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করা হয়। টিমটি শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় মধ্যপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোছা. সালেহা খাতুন (৪৯) নামে এক মাদক কারবারিকে তাঁর বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ১২৬ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
আসামি মোছা. সালেহা খাতুন ভবেরবেড় মধ্যপাড়া গ্রামের মো. নূর নবীর স্ত্রী। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা করা হয়েছে।