বেনাপোলের চাঞ্চল্যকর ওমর ফারুক সুমন হত্যা মামলার আসামি তরিকুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি তরিকুলের বাড়ি যশোরের শার্শা থানাধীন শালকোনা এলাকায়।
যশোর ডিবির উপপরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসেন জানান, গ্রেপ্তার তরিকুলসহ অন্য আসামিরা ভুক্তভোগী সুমনকে অপহরণের পর নির্যাতন করে হত্যা করে। এরপর সুমনের লাশ মাগুরা সদর থানাধীন রামনগর এলাকায় ফেলে যায়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।