চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে পিছিয়ে পড়েও লিভারপুলকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে শুরুতেই দুই গোলের লিড পায় লিভারপুল। গোল করেন ডারউইন নুনেজ ও সালাহ।
২১ মিনিটে এক গোল শোধ করেন ভিনিসিয়াস। এরপর লিভারপুলের গোলকিপার অ্যালিসন বেকারের ভুলে সমতায় ফেরে রিয়াল। তাঁর নেওয়া শট ভিনিসিয়াসের পায়ে লেগে জালে ঢুকে যায়। ২-২ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ৪৭ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন মিলিতাও। এরপর শুরু হয় বেনজেমার তাণ্ডব। ৫৫ ও ৬৭ মিনিটে দুই গোল করে বড় জয় নিশ্চিত করেন এই ফরাসি ফুটবলার।