বাগেরহাটের শরণখোলা থানা-পুলিশের অভিযানে তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাঁরা বেদে সম্প্রদায়ের সদস্য।
উপজেলা সদরের পাঁচরাস্তা এলাকা থেকে রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাদেরকে আটক করা হয়। খবর বাংলাদেশ প্রতিদিনের।
আটককৃতরা হলেন পারভীন বেগম, শারমিন বেগম ও মৌসুমী বেগম। তাঁদের বয়স যথাত্রুমে ২০, ২২ ও ২৪।
শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, এই ছিনতাই চক্রের সদস্য ১০ থেকে ১২ জন। তাঁরা কয়েকটি দলে ভাগ হয়ে উপজেলা সদরের রায়েন্দা বাজারসহ বিভিন্ন এলাকা ছিনতাই করেন। তাঁদের দলে পুরুষ সদস্যও রয়েছেন।
এসআই জানান, বর্তমানে বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার এলাকায় বাস তাঁদের।
মনিরুল ইসলাম আরও জানান, বেদে পেশা মন্দা হওয়ায় ছিনতাইয়ে নেমেছেন তাঁরা। এ ঘটনায় মামলা করা হবে।