বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বাসে চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার সদস্যরা। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোরাই ল্যাপটপ।
সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নিউমার্কেট এলাকা থেকে আসামি রনি ওরফে কাওয়া রনিকে গ্রেপ্তার করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান জানান, ২০ জানুয়ারি বুয়েটের বাস থেকে এক শিক্ষার্থীর ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় সোমবার (২২ জানুয়ারি) মামলা করেন ভুক্তভোগী। তদন্তের একপর্যায়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।