কুমিল্লার বুড়িচং থানা-পুলিশের পৃথক অভিযানে ২২ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) বুড়িচং থানাধীন পাঁচোড়া ও পূর্ণমতি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন জিল্লুর রহমান রানা ওরফে কালা রানা (২৫), মো. সুমন (৩৬), মো. সাদ্দাম মিয়া (৩২), সজিব মাতবর (২৯) ও আল আমিন (২৫)।
বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম জানান, পাঁচোড়ার হিন্দুরি ব্রিজ এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ রানাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, পূর্ণমতি এলাকার দরিয়ার পাড় ঈদগাহর সামনে থেকে ১০ কেজি গাঁজাসহ সুমন, সাদ্দাম, সজিব ও আমিনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।