মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) লাইনসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মু. মাসুদ রানা; উপপুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. কামরুল আমীন; উপপুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ; উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম; উপপুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম; উপপুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মোহাম্মদ আবদুল ওয়াহাব; উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. সোলেমান খান (অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক, কাজলশাহ, কোতোয়ালি মডেল থানা, সিলেট); বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক (অবসরপ্রাপ্ত এসআই, মজুমদারী, এয়ারপোর্ট থানা, সিলেট); বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি দে (এএসআই, শেখঘাট, কোতোয়ালি মডেল থানা, সিলেট); বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হক মিয়া (অবসরপ্রাপ্ত এএসআই, শেখঘাট, কোতোয়ালি মডেল থানা, সিলেট); বীর মুক্তিযোদ্ধা জ্ঞান রঞ্জন সরকার (অবসরপ্রাপ্ত এএসআই, লামাবাজার, বিলপাড়, কোতোয়ালি মডেল থানা, সিলেট); বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম (অবসরপ্রাপ্ত এসআই, পশ্চিম পীড়মহল্লা, এয়ারপোর্ট থানা, সিলেট); বীর মুক্তিযোদ্ধা মো. হিবজুর রহমান (অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল, মিরের ময়দান, এসএমপি, সিলেট); বীর মুক্তিযোদ্ধা সঞ্জয় মোহন দাস (অবসরপ্রাপ্ত কনস্টেবল, শিববাড়ী, দক্ষিণ সুরমা থানা, সিলেট); বীর মুক্তিযোদ্ধা মো. কুটন আলী (অবসরপ্রাপ্ত কনস্টেবল, মেজরটিলা, শাহপরান থানা, সিলেট) এবং বীর মুক্তিযোদ্ধা মো. জমির আহমেদ (অবসরপ্রাপ্ত কনস্টেবল, কুয়ারপাড়, কোতোয়ালি মডেল থানা, সিলেট)।
এ ছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।