বিয়ে করেছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিককে লন্ডনের বার্মিংহামে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন মালালা।
মঙ্গলবার নিজের বিয়ের খবর টুইটারে জানান নোবেলজয়ী মামালা। বিয়ের ছবি পোস্ট করে মালালা লেখেন, ‘আমার জীবনের একটি মূল্যবান মুহূর্ত। আসার এবং আমি আজীবনের সঙ্গী হওয়ার জন্য আজ গাঁটছড়া বাঁধলাম।’
মালালা লিখেছেন, ‘বার্মিংহামের বাড়িতেই পরিবার-পরিজনের সামনে একটা ছোট ঘরোয়া নিকাহ অনুষ্ঠানে আমরা বিশেষ মুহূর্তটি উদযাপন করেছি।’
বিয়ের সাজপোশাকে বাহুল্য ছিল না মালালার। পিচ রঙের সালোয়ার-কামিজ পরেছিলেন। মাথায় ছিল ওড়না। স্বামী এবং বাবা-মায়ের সঙ্গে ছবি দিয়ে টুইটারে মালালা লিখেছেন, ‘আপনারা দোয়া করবেন। আগামীর সফর একসঙ্গে শুরু করার এই মুহূর্তে আমরা উদ্দীপিত।’
মালালার বয়স এখন ২৪ বছর। মেয়েদের শিক্ষা নিয়ে আন্দোলন করেছেন তিনি। তবে মেয়েদের শিক্ষা নিয়ে সরব হওয়ার জন্য ২০১২ সালে তালেবান তাঁকে গুলি করে হত্যাচেষ্টা চালায়। শিক্ষার অধিকারে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে বরাবর সরব হয়েছেন মালালা। ২০১৪ সালের ১০ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি।