গত ১৬ মার্চ বিকেল চারটার দিকে বিয়ানীবাজার উপজেলা প্রকল্প কর্মকর্তার অফিসের নামে বরাদ্দ করা একটি মোটরসাইকেল উপজেলা কমপ্লেক্স থেকে চুরি হয়। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি চুরি মামলা করা হয়। ঘটনার পরপরই জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম ) মোটরসাইকেলটি উদ্ধার ও ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেন।
এর পরিপ্রেক্ষিতে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনের তত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের নেতৃত্বে এসআই যীশু দত্তসহ বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল শুক্রবার রাত ৮ টার দিকে সিলেটের চৌহাট্টা এলাকা থেকে মো. ফয়েজ তালুকদার (৩০) ও শুক্কুর মিয়া (২৫) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁদের দেয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে বারোটার দিকে বালাগঞ্জ থানার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজারের আলী হাসানের হেফাজত থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে এবং আলী হাসানকে গ্ৰেপ্তার করে। ফয়েজ তালুকদারের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় মোট ৮টি এবং শুক্কুরের বিরুদ্ধে ৩টি চুরির মামলা রয়েছে। ফয়েজ ও শুক্কুর আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর দলের সদস্য। তাঁদের কাছ থেকে কয়েকটি চাবি জব্দ করা হয়।