সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গতকাল বুধবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বিশ্বম্ভরপুর থানার এসআই মতিয়ার রহমানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বম্ভরপুর থানার নতুনপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় বিশ্বম্ভরপুর থানার রাজাপাড়া (মুজিব পল্লী) গ্রামের মো. আব্দুল আলীমের স্ত্রী কুলসুমা বেগম (৪০), একই থানার আলীপুর গ্রামের মো. আলী আকবরের স্ত্রী আসমা বেগম (৩০) ও জগন্নাথপুর (নলিয়াপুর) গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে আব্দুল জলিলকে (২০) আটক করা হয়। তাঁদের কাছে থাকা একটি অটোরিকশা তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।