পুলিশি হেফাজতে জব্দ করা পণ্য ও আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা-পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২ হাজার ১৬০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে বিশ্বম্ভরপুর থানাধীন কারেন্টের বাজারের একটি গুদাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি আ. মালেক বাবুলের (৩২) বাড়ি বিশ্বম্ভরপুর থানা এলাকায়।

বিশ্বম্ভরপুর থানার এসআই মো. মতিয়ার রহমান জানান, জব্দ করা ভারতীয় জিরা আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি আসামি। মূলত শুল্ক ফাঁকি দিতে চোরাই পথে ভারত থেকে এসব জিরা এনেছেন তিনি। বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।