সিলেটের বিশ্বনাথের একটি জঙ্গল থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর গ্রামে অভিযান চালিয়ে শনিবার বেলা ৩টার দিকে তাঁদের আটক করা হয়।
স্থানীয়দের সহায়তায় আটক তিনজন হলেন বিশ্বনাথের মদনপুর গ্রামের একাধিক ডাকাতি মামলার আসামি আনোয়ার আলী (৪০), একই উপজেলার লামাকাজী ইউনিয়নের মাখরগাঁও গ্রামের আব্দুল মজিদ (৩৮) ও ছাতক উপজেলার সৈয়দরগাঁও ইউনিয়নের বানুলী নোয়াগাঁও গ্রামের ইজাজুল হক উরফে বাট্রি (৩৫)।
পুলিশ জানায়, আনোয়ার তাঁর বাড়ির পাশের জঙ্গলের ভেতর সহযোগীদের নিয়ে অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর গ্রামের ওই জঙ্গলটি শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ঘিরে অভিযান চালায় পুলিশ। প্রায় ১৩ ঘণ্টার অভিযানে আনোয়ার ও তাঁর সহযোগীদের আটক করা হয়।