বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে রংপুরে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসনের আয়োজনে এসব অনুষ্ঠান হয়।
জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে রংপুর শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে অনুষ্ঠানগুলোর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আঞ্জুমান কালাম বিপিএম (বার), রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত কমিশনার উত্তম কুমার পাল পিপিএম, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ ও ড. শাশ্বত ভট্টাচার্য দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।
শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।