বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে খুলনায়।
জেলার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে কবির শ্বশুরবাড়ির রবীন্দ্র কমপ্লেক্সে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেএমপির কমিশনার মাসুদুর রহমান ভূঞা, সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান তালুকদার।