সিলেটের বিয়ানীবাজার থানা-পুলিশের অভিযানে লুট হওয়া ৮০ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একটি পিকআপ ভ্যানসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (১১ জুন) দিবাগত রাতে বিয়ানীবাজার পৌরসভা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন কিশোরগঞ্জের মিঠামইন থানা এলাকার মো. লিটন মিয়া (২৬) এবং মৌলভীবাজারের বড়লেখা থানা এলাকার হাসান (২১)।
বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) শিমুল রায় জানান, ৮ জুন সন্ধ্যার দিকে বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজারসংলগ্ন লালপুল এলাকায় ট্রাকচালককে জিম্মি করে ৪০০ বস্তা চিনি লুট করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী।
তিনি জানান, তদন্তের একপর্যায়ে বিয়ানীবাজার পৌরসভা এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার, ৮০ বস্তা চিনিসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।