সিলেটের বিয়ানীবাজারে পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। ১৭ মার্চ (রোববার) ভোরে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামিদের নাম আকবর হোসেন (৩০), কামাল হোসেন (৩৯), মনু মিয়া (৫২), আব্দুর রব (৫২) ও সুনাম উদ্দিন। তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৮ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।
বিয়ানীবাজার থানার এসআই (নি.) শিমুল রায় জানান, থানা-পুলিশের একটি দল ১৭ মার্চ ভোর ৪টার দিকে বিয়ানীবাজার থানার লাউতা ইউনিয়নের আশকান্দি এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে আকবর, কামাল, মনু, আব্দুর রব ও সুনাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা হয়েছে।