ডিএমপি নিউজঃ নাইজেরিয়ার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু দেশটির উত্তর-পশ্চিম রাজ্যের কাদুনায় উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন। জেনারেল আত্তাহিরু (৫৫) গত জানুয়ারিতে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। শনিবার (২২ মে) দেশটির সেনাবাহিনী এ তথ্য জানায়।
সেনাবাহিনী জানায়, বৈরি আবহাওয়ায় উড়োজাহাজটি অবতরণের চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় উড়োজাহাজের ক্রুসহ আরও ১০ জন কর্মকর্তা মারা গেছেন।
নাইজেরিয়ার রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারি বলেছেন, এই দুর্ঘটনায় তিনি ‘গভীরভাবে শোকাহত।’
নাইজেরিয়ান বিমানবাহিনী জানিয়েছে, উড়োজাহাজটি কাদুনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় এই দুর্ঘটনা ঘটে।