ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার সদস্যরা অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
সোমবার (৬ মার্চ) দুপুরে সিভিল অ্যাভিয়েশন স্টাফ কোয়ার্টার এলাকা থেকে আসামি মো. ফারুক মিয়া বিল্টুকে গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিঞা জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।