ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার সদস্যরা অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক-সংলগ্ন বিমানবন্দর ফুটওভারব্রিজের নিচ থেকে আসামি রাহাত আলীকে গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিঞা জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।