রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা-পুলিশ। আসামির নাম মো. বাবু।
গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১টা ৩০ মিনিটে বিমানবন্দর থানা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায়কোবাদ কাজী বলেন, একজন মাদক কারবারি বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিমানবন্দর থানা-পুলিশ।
ওসি বলেন, পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় বাবুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।