ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
ডিএমপি জানায়, শনিবার (২৮ মে) সন্ধ্যায় বিমানবন্দর থানাধীন গোলচত্বর এলাকা থেকে আসামি মো. ওসমান মিয়াকে গ্রেপ্তার করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাঁজাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।