রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার সদস্যরা।
ডিএমপি জানায়, শুক্রবার (১৩ মে) রাতে বিমানবন্দর থানাধীন গোলচত্বর এলাকা থেকে আসামি মো. দবিরুলকে গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী পিপিএম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।