আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বিমানবন্দর ইউনিটের অভিযানে ৬টি স্বর্ণের বার (৬৯৬ গ্রাম), ২৯৬ গ্রাম স্বর্ণালংকার, তিনটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোনসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসামিকে এসব মালামালসহ গ্রেপ্তার করা হয়।
আসামি হোসাইন মাহমুদের (২৯) বাড়ি ফেনীর দাগনভূঞা থানা এলাকায়।
এপিবিএন জানায়, উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ১ কেজি। এসব স্বর্ণের আনুমানিক দাম ৬৯ লাখ টাকা এবং ল্যাপটপ ও ফোনের দাম দুই লাখ ৬০ হাজার টাকা। আসামির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।