সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুই যাত্রীর কাছ থেকে ৬৬ কার্টন বেনসন অ্যান্ড হেজেস সিগারেট জব্দ করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে ওই ২ ব্যক্তির লন্ডন যাওয়ার সময় এসব সিগারেট জব্দ করা হয়।
জানা যায়, গতকাল শুক্রবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের যাত্রী মাজারুল ইসলাম (৪৭) ও আলহাজ মাওলানা মো. জিয়া উদ্দীনের (৬০) ২ ল্যাগেজ ডিপারচার স্ক্যানিং মেশিনে স্ক্যানিংয়ের সময় ২৩ এবং ৪৩ কার্টন সিগারেটের প্যাকেট পাওয়া যায়।
পরে সিলেট বিমানবন্দরের ৭ এপিবিএনের ইন্টেলিজেন্স টিম ইনচার্জ এসআই নুরুল হুদা বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলামকে জানান।
পরে অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলামের নির্দেশনায় ইন্টেলিজেন্স টিম ও কাস্টমস কর্তৃপক্ষের সহযোগিতায় সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা বলে জানা যায়।