বরিশালে বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম বিপিএম (বার)।
শনিবার সকাল সাড়ে ৯টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিভাগীয় কার্যালয় বরিশালের আয়োজনে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের অংশগ্রহণে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব)
মুহাম্মদ মোহসিন চৌধুরী, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ অনেকে।