চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে ৫৮০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) ডিবি জানায়, নগরীর কোতোয়ালি থানাধীন ফিশারিঘাট এলাকা থেকে আসামি স্বদেশ নাথকে গ্রেপ্তার করা হয়।
সিএমপি ডিবির (বন্দর ও পশ্চিম) উপপুলিশ কমিশনার সাদিরা খাতুন জানান, আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।