জব্দ করা চেতনানাশক বড়ি। ছবি: ডিএমপি

রাজধানীর খিলগাঁও থানা এলাকা ৭ হাজার ২০০টি চেতনানাশক নকটিন বড়িসহ অজ্ঞান পার্টির ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

ডিএমপি জানায়, সোমবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে খিলগাঁও থানাধীন তালতলা এলাকা থেকে আসামি মো. রাহাতুল ইসলাম রাহাত, মো. খোরশেদ আলম ও মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ জানান, ঈদ উপলক্ষে ঢাকার বিভিন্ন এলাকার মার্কেটে আসা ক্রেতাদের সঙ্গে আসামিরা মিশে যেতেন। এরপর টাগের্ট করা ব্যক্তিদের কৌশলে চেতনানাশক মেশানো পানি বা জুস পান করিয়ে সর্বস্ব লুটে পালিয়ে যেতেন। তাঁদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়েছে।